জমিয়ে আড্ডা ইন্টারনেট
 

সাধারণ কথা

মন সঞ্চারী

যে কোন একটা কথা, সাধারণ,
হতেই পারে তো হাবিজাবি কতো,
তারই মাঝে দু-একটা যে কখন
একা মনে আসে যায় অবিরত

কিংবা হয়তো হতে পারে, সেই
কথাটা এমনি ভুলে গেছিলুম;
অবচেতনের অলি-গলিতেই
আচম্‌কা ফের কুড়িয়ে পেলুম

এক-একটা সময় ইচ্ছে করে,
এ রকম টুকরো নানান কথা ;
যারা এই মনের লুকোনো ঘরে ...
ওদের নিয়ে লিখি এক কবিতা

বাছাই করা লাগ্‌সই শব্দতে
ভরাতেই কি হবে লাইনগুলো ?
বয়ে গেছে কারুর তারিফ পেতে ...
চুপকথারা ফুটে উঠলেই হলো

বক্তব্য কিছুই না-থাক তা’তে,
হোক না শুধু একলা মন’কথা ;
যা কিছু চলছে দিনে রাতে ...
কবিতায় ভাঙুক সে নীরবতা



২৭ ফেব্রুয়ারী ২০০৮