জমিয়ে আড্ডা ইন্টারনেট
 

সম্পাদকীয় : ১৯ মার্চ ২০০৮

প্রিয় পাঠক/পাঠিকা
এই সপ্তাহে ম্যাগাজিনে নতুন যুক্ত হলো (উপরে ডান দিকের কোণে) ইন্টারনেটে ইউনিকোড-বাংলায় লেখা বিভিন্ন বিষয় খোঁজার উপযোগী সন্ধানী ব্যবস্থা একমাত্র ইউনিকোড-বাংলা হরফে লেখা বিষয়গুলি'ই এই ধরনের ব্যবস্থায় খুঁজে বের করা সম্ভব ইন্টারনেট থেকে। অন্যান্য ভাবে (যেমন, অ্যাস্‌কি-ভিত্তিক হরফ দিয়ে) লেখা বিষয় কিন্তু এভাবে খোঁজা যায় না, তাই ইন্টারনেটে বাংলা-ব্যবহারের ক্ষেত্রে আগামী দিনে ইউনিকোড-হরফ'ই হয়ে উঠবে প্রধান মাধ্যম ।


সূচীপত্র : ১৯ মার্চ ২০০৮

** কবিতা-আড্ডা

নষ্ট নির্মাণ ______________ নীল

ওরাও সুখে আছে _________ জলকণা

প্রতিরক্ষা _______________ মন-সঞ্চারী

**এই সপ্তাহে কোন গল্প, প্রবন্ধ, এবং অন্যান্য লেখা প্রকাশ করা গেল না । সেই জন্যে আমরা দুঃখিত ।