জমিয়ে আড্ডা ইন্টারনেট
 

নষ্ট নির্মান

নীল_________________________

বিশ্বাস করো বা না-করো,
থরোথরো জ্বরের প্রহরে আজ
আর কোনো মুখরতা সাজে না সাজে না !
নুড়িপাথরের মতো স্তরীভূত অপরাধবোধে
বাজে না বাজে না আর সন্তাপ...
স্বখাত সলিলে!

জোনাকি-শরীর জুড়ে
ধীরে ধীরে মরে গেলে সবুজ প্রতিভা,
প্রেমে ও বিরহে জেনো ঝমঝম জমেছে আঁধার...
দুর্দম অপেক্ষার পারে ৷

বিশ্বাস ক'রে বা না-ক'রে,
উন্মন হও যদি করুণায়,
উন্মুখ নিভৃত পোশাকে কোনোদিন;
দেখবে দারুণ নদী
নিভে গেছে চুপিসাড়ে,
আগুনের কাছে এসে,কারুকার্যহীন !


১৯ মার্চ ২০০৮