জমিয়ে আড্ডা ইন্টারনেট
 

ওরা

জলরঙ

আমার পাশে থাকবে বলে,

সেই যে ওরা গেলো চলে...

আর কভু এই পানেতে ফিরলো না।

আমার জীবন ভরের আশা,

না বলা সকল আশা...

ভেঙ্গে গিয়ে নতুন করে জুড়লো না

শূন্য এ মোর আগরখানি,
আসবে ওরা এটাও জানি
কিন্তু কেন হঠা করে কষ্ট পাই
ওদের নিয়ে কতো আশা,
অনেক অনেক ভালোবাসা
আছে বলেই দু:খ নিয়েও দিন কাটাই

একলা যখন গুমরে মরি,
ডুবতে দেখি আশার তরী
ছুটতে থাকি ধরবো বলে ওদের হাত

ওরা ছিলো ভালো ছিলাম,
ওদের ছাড়া একা হলাম
আজও ওদের খুঁজে ফিরি দিন আর রাত।

ভু ভাবি ব্যাপারটা কি,
ওরা কি সব ছায়ার পাখি ?
সেই কারণে আমিই কেবল দেখতে পাই ?
ওইযে দেখো হাসছে ওরা,
বলছে এসে গেছি মোরা
হাত বাড়িয়ে এবার মোদের ধরা চাই ।


২০ ফেব্রুয়ারী ২০০৮