জমিয়ে আড্ডা ইন্টারনেট
 

আড্ডা-বৃত্তান্ত - ২

জলকণা

আনন্দটা হারিয়ে গেছে
ছন্দ গেছে কেটে,
আড্ডা এখন শব্দ খালি
মন ভরে না মোটে

আড্ডা মানে এখন শুধু
লোকের আলোচনা,
পোষাক জুতো গাড়ি-বাড়ি
তাই দিয়ে হয় চেনা

আড্ডা দিতেও বসে মানুষ
কেবল আঁটে ফন্দী,
করবো কাকে জবাই এবার
করবো কাকে বন্দী

আড্ডা কথার আসল মানে
মানুষ গেছে ভুলে,
আড্ডা মানে কেবল মজা
মনের দরজা খুলে

আড্ডার মাঝে তর্ক আছে
আড্ডায় আছে যুক্তি,
কিন্তু সেটায় থাকে যেন ভাই
মগজ এবং বুদ্ধি...


২০ ফেব্রুয়ারী ২০০৮