জমিয়ে আড্ডা ইন্টারনেট
 

বন্ধু আসছে

সুব্রত প্রামাণিক____________________

যতদূর দেখি সবই ঝাপসা,
সরল রেখা ঘিরেছে জীবন...

শুধু প্রতীক্ষা অজানা বন্ধুর।

যে আসে নিঃশব্দে,
নিয়ে যায় শান্তির নীড়ে।

গণ্ডিহীন, বন্ধন হীন,

শুধু এক অবয়ব থাকে ।

সেখানে কোন অনুভূতি নেই,
নেই কোন সুখ, বা দুঃখ,
আছে এক বোধ , আছে শূন্যতা...
আছে অব্যক্ত যতো শব্দ।

সেখানে শুনেছি কোন শব্দের জন্ম হয়না,
সেখানে নেই কোন ভাষা,
নেই রঙ, থাকে শুধু বোধ।

মস্তিষ্কের জটিল কোষে আজ
কোন রাসায়নিক ক্ষরণ নেই।
আছে ক্ষয়ে যাওয়া সংসার...

সকলি ক্ষণিকের তরে, তবুও
অস্থিরতা ভিড় করে আসে।
এটাই বোধহয় নিয়ম, জানা নেই...
যেমন জানা নেই, বন্ধু আসছে কবে।


৫ মার্চ ২০০৮