জমিয়ে আড্ডা ইন্টারনেট
 

মনে করে আনিস

জলরঙ

আজ আমরা যাচ্ছি চলে,
প্রতিবেশী সবাইকে বলে ;
পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে ।
লাগছে তাই উদাস মতো,
ছেড়ে যাচ্ছি বন্ধু কতো ;
মা বসে ডাকছে আমায় গাড়িতে ।

আমার প্রিয় বন্ধু বিনি,
যাওয়ার আগে ছোট্ট মিনি ;
দিয়ে বললে একে রাখিস কাছে ।
আমার কথা পড়লে মনে,
ওরে দেখলে প্রতিক্ষণে ;
লাগবে বিনি সদাই পাশে আছে ।

আমি বললাম একলা হলে,
আমার কাছে আসিস চলে ;
সাথে আনিস বাতাসের মৃদু রিনরিন ।
আর যদি মনে ধরে,
তোর মুঠিতে বন্ধ করে ;
আনিস ছেলেবেলার গোটা একটা দিন ।

আর কিছু চাইনা তবু,
ভালো লাগলে আনিস কভু ;
মিষ্টি সুরে ডাকা পাখি অচিন ।
এগুলো সব যদিও ভুলিস,
তবুও মনে করে আনিস ;

ছেলেবেলার হারানো পুরো এক দিন ।


১৩ ফেব্রুয়ারী ২০০৮