জমিয়ে আড্ডা ইন্টারনেট
 

একটি নিরীহ মোমবাতির পরিবর্তে

নীল_________________________


এ'ছাড়া কি আর কোনো বিকল্প ছিলো না?
এই এক নির্মম পরিণতি ছাড়া?
আপাতত মিথ হয়ে বাঁচো,
স্মৃতিপথ্যে সমাধিফলকে
হাস্যকর প্রেমের আইকন !

পৃথিবীর সব বেড়া প্রধাণত মানুষ'ই গড়েছে,
অবিমৃষ্য কাঁটাতার--
মনে হয়,সভ্যতার আদি ও জারজ কোনো কারখানার থেকে
ধাতব উল্লাস তুলে অজর-অক্ষয় মোহে জড়িয়েছে
এ যুগের প্রশাসনে,
তদন্ত ও বিচারে-আইনে ৷
তাই তার রূঢ় ঝনাত্কার
ধর্মে,বর্ণে,অর্থে ও উন্মাদ অবেগে
হরেক কৌলিন্য হয়ে বাজে ;
বেজে ওঠে-- কর্কশ কর্কশ !

যাকে এনেছিলে ঘরে--অন্দরে,
প্রাকৃত আলোর নীচে ক্ষয়িষ্ণু উদোম উঠোনে
ছিলো যার ক'দিনের গার্হস্থ্য
অনেক আশার ;
উপদ্রুত দিনগুলি সন্ত্রস্ত রাতের কিনারে ঢেকে রেখে ;
সেও বুঝি অসহায় মিথ্যা সাক্ষ্যে ভেসে গিয়ে
স্থির কোনো দ্বীপের প্রত্যাশী,
স্থিরতর আশ্রয়ের খোঁজে !

এরপর কোনোদিন
কামিনী ফুলের গন্ধে প্রেম এলে প্রতিরোধহীন,
নারী এলে,
স্বপ্ন এলে এলোমেলো,
ভুল মন্ত্রে নিষিদ্ধ কাবিন --
কামিনী ফুলের গন্ধে --
কোথাও কি লুব্ধ ফনা দুলে উঠবে জন্মান্ধ সাপের?
অথচ কবর-ছোঁয়া ভোরে
প্রগাঢ় প্রাণের শর্তে সুকঠিন
শপথে বিলীন হবে আরোপিত বিভাজন রেখা !
সব বাঁশী সাপুড়ের নয় জেনে গিয়ে,
সব বাঁশী সাপুড়ের ছিলো না কখোনো জেনে তবু ;
রহিমের উষ্ণ ঠোঁটে
ঠোঁট রাখবে বিলাসী রাধিকা !



১২ মার্চ ২০০৮