জমিয়ে আড্ডা ইন্টারনেট
 

তর্পণ

নীল


তুমি কবেকার তারা !
খ্যাপা বাউলের হাতে বিস্ফোরক লন্ঠনের মতো,
একদা আছিলে,
প্রাণধর্মে থরো-থরো স্পন্দমান বাতি ৷
অনেক বছর আগে নিভে গেছো আকাশের
নিশিকৃষ্ণ নীলে;
অথচ এখানে আজ এইমাত্র এসেছে কিরণ !
বহুক্রোশ পথ ভেঙে পায়ে পায়ে স্মৃতিদীর্ণ ধুলা ...
ধীরে ধুয়ে দিয়ে গেল পরজন্মে জাতিস্মর নদী ৷
কত যে বছর ধরে মৃত জ্যোত্স্না ভেসেছে ইথারে !
বিথারিত বেদনা বাজিয়ে শেষে ফিরে এলে ব্যাকুল বাতাসে,
অগণন বছরের পুরাতন বুড়িগঙ্গা পারে ...
সুর বেয়ে নি:সঙ্গ একতারাটির !

জীবন যেখানে ঢালু,
খুঁজে নেয় নাবিক সকাল;
তুমি নাও গণ্ডূষ-পয়োধি ...
নভোত্কীর্ণ নিষণ্ণ ম্যুরাল ৷



২ এপ্রিল ২০০৮