জমিয়ে আড্ডা ইন্টারনেট
 

আমার কথা

সেয়ানা-পাগল

কাঁচের ওপারে বৃষ্টির লুকোচুরি
এপারে দুচোখ স্বপ্নের স্বন্ধানে,
দুহাতে ধরব আকাশের জলছবি
ছুঁতে যাবো আজ ঐ দূর পাহাড়ের টানে ।

এসব শুধুই লেখা খেলার ছলে
খেলতে খেলতে খেলাও ভেঙ্গে যায়,
দূর পাহাড়টা বিদ্রূপ করে হাসে
বলে , সাহস থাকলে একবার কাছে আয় ।

কারো কাছে গেলে ভালোবাসা পাওয়া যায়,
কারো কাছে শুধু নীরব অপমান ;
কারো কাছে খুঁজি বেঁচে থাকার মানে,
বলো ? কার কাছে পাবো হারানো সে সম্মান ?

এমন কত বৃষ্টি ভেজা সকাল
এসে এসে শুধু দরজায় কেঁদে যাবে ?
ফিরিয়ে দিয়ে আবার ক্লান্ত হবো ...
মন কবে তার ঠিকানা খুজে পাবে ?

কবে বলবো আমি আর একা নই,
এই জনারণ্যে আমারো ঠাঁই আছে ...
চড়াই উতরাই পেরিয়ে ঠিক'ই যাবো
দূর পাহাড়টা নিজেই আসবে কাছে ।



২১ মে ২০০৮