জমিয়ে আড্ডা ইন্টারনেট
 

কবিতার কথা

মেঘ

কবিতা আমার লুকোনো কথা,
অস্ফুট অভিমান ;
কবিতা আমার বুকের পাঁজর,
প্রাণের ভিতর প্রাণ ।

কবিতা কখনো শেষ বিকেলের
ম্লান বয়ে-আসা আলো,
ঘুম না আসা রাতের আকাশে
জেগে থাকা তারাগুলো ।

কবিতার সাথে লুকোচুরি,
আর কবিতায় ভাব-আড়ি ;
তোর জন্য কবিতা এখনো
স্বপ্ন দেখতে পারি ।

কবিতা আমার স্নিগ্ধ বাতাস,
কবিতা ঝড়ের মাতন ;
কবিতা আমার সোচ্চার প্রেম,
বেদনায় অবগাহন ।

এমনি করে প্রেমে-অপ্রেমে,
অনুরাগে, অভিমানে ;
একাকিত্বের ক্লান্ত শিয়রে,
প্রিয়-সঙ্গের ক্ষণে ।

ঘিরে রেখেছিস এভাবেই তুই,
আপন সঙ্গী হয়ে ;
অসম্ভবের স্বপ্ন দেখবো,
কবিতা, তোকেই নিয়ে ।



২১ মে ২০০৮