জমিয়ে আড্ডা ইন্টারনেট
 

সেই স্বপ্নপ্রতিমা

নীল

হলুদ পাতার নীচে ঘুমিয়েছে কবিতা কবিতা,
এলো চুল ভেসে গেলো জল-মাটি হাওয়ায় হাওয়ায় ;
আমি তার নাম ধ'রে ডাকি--

জল কি বোঝেনি কিছু মাটি ?
মাটি কি বুঝেছে কিছু হাওয়া ?
হাওয়া কিছু বোঝেনি, তা জানি ;
কেননা সে খালি-খালি ধুলোবালি তর্কে তুমুল ঝড় তুলে
চিলতে কপাল থেকে খুলে ফেলে কাঁচপোকা টিপ !
হীরকপোতার দেশে ঝিনুকের উপমায় এসে
আমি তার নাম ধরে ডাকি ৷

জল কিছু না ভেবেই পড়ে,
মেঘের ইশারা রেখে সংক্ষিপ্ত গোপন আঁচলে
প্রগাঢ় মাটিই জানে সোঁদাগন্ধ আসলে কী কথা !
পাতা সরে গেলে আর
ঝরে গেলে ঘুমের মহিমা,
দারুণ আগুন পরে দাঁড়িয়েছো কবিতা কবিতা ।



২৮ মে ২০০৮