জমিয়ে আড্ডা ইন্টারনেট
 

টেবিলটা

মন সঞ্চারী

আজকে ভাবছি সামনের এই কাঠের টেবিলটাকে
নিয়েই একটা কিছু লিখবো শুধু লেখার জন্য,
ভালো কোন বিষয়ের খোঁজ করবার চেষ্টাকে
এখনকার মতো বাদ দিয়ে লিখবো কিছু অন্য


টেবিলটা তৈরী শাল কাঠে, তার উপর বার্নিশ,
এমনি শক্ত-পোক্ত দেহ টেঁকসই চেহারার ;
যদিও চল্‌টা উঠে গেছে, কাপড়-ঢাকা ভাগ্যিস্ !
‌আরও বছর দশেক দিব্যি করা যাবে ব্যবহার


এটাকে দেখি তো বহুদিন, ছোট্ট-বেলা থেকেই

সে সময়, আমরা থাকতুম আগে ভাড়া-বাড়িতে

ওই অঞ্চলের কোন কাঠের জিনিসের দোকানেই
দেখে পছন্দ করে কেনা হয়েছিলো এটাকে


শুরুতে রাখা ছিলো বসার ঘরের পিছন দিকে

পরে এক সময় সরিয়ে রাখলো পড়ার ঘরে

তার কয়েকটা বছর বাদে আমরা ওখান থেকে
চলে এলুম নতুন পাড়ায়, পুরনো পাড়া ছেড়ে


তার পর থেকে এটা আছে আমার ঘরের কোণে

লেখার কাজ ছাড়াও চলছে বইপত্র রাখার
কাজ, আজ তা বেশ ক'বছর ধরে, আমার জীবনে
যেন নীরব, অচল বন্ধু , মনে হয় বারবার ।



২৭ ফেব্রুয়ারী ২০০৮