জমিয়ে আড্ডা ইন্টারনেট
 

ঘরে ফেরা

মন-সঞ্চারী


শরীরী স্থাপত্য জুড়ে ধুসর রঙের রেশ,
সত্ত্বায় মিশে অবিরত মজবুত জাল বোনে ...
সময়ের চোখে না-দেখা আগামীর উন্মেষ,
শিরায় শিরায় জাগায় স্পন্দন প্রতি ক্ষণে ।

কখনো খবর আসে অস্তিত্বের ঠিকানায়,
অভিবাসী স্রোত ফিরে চলে শেকড়ের টানে ...
ধুসর রঙটা হয়তো একদিন মুছে যায়,
মনপথিক চলে বিস্মৃত উৎসের সন্ধানে ।

ক্যানভাসে ভাসে চেনা-অচেনা মুখের সারি,
যেই মুখগুলো কোনদিন ছিল মুখরিত ...
আশা-নিরাশায় দেয় স্মৃতির সাগরপাড়ি,
মাটিতে যেখানে আজও পরিচয় সঞ্চিত ।


২৬ মার্চ ২০০৮