জমিয়ে আড্ডা ইন্টারনেট
 

ক্ষরণ-কাব্য

নীল


যে নারী খেলাচ্ছলে কাছে এসে সরে গেছে দূরে,
তার প্রতি কোনো ক্ষোভ নেই আর,
কোনো অভিমান ...

ভালোবাসা !

শেষ ট্রেন চলে গেলে
স্টেশনের নির্লিপ্ত ভিখারীর কানা উঁচু এনামেল-থালার মতন
শর্তহীন প্রেম চেয়ে শেষে,
নি:শর্ত বেদনা পেয়েছি !
তাকে যে কোথায় রাখি ?
দরিদ্র কুটীরে শুধু নামমাত্র কবিতা সম্বল ...

অক্ষরের অন্ধকারে যে গোপন শয্যা পেতেছি,
সেই খানে ঘুমাও বিরহ ৷

পাঁজর-বৃক্ষ-ডালে জেগে থাক রক্ত-সুষমা ...




৯ এপ্রিল ২০০৮