জমিয়ে আড্ডা ইন্টারনেট
 

মহাকাব্যে ঘৃণিতা নারী : মাতা কৈকেয়ী

সুচেতনা সরকার

পর্ব - ১

পর্ব - ২


কৌশল্যার গর্ভে জন্ম নিয়েছেন দাশরথি শ্রীরাম ৷ নবদুর্বাদল গাত্রবর্ণ , বিষ্ণুর অর্ধাংশভূত , সর্বলোক বন্দনীয় ৷ কৈকেয়ীর পুত্র ভরত, সুমিত্রার পুত্র লক্ষ্মণ ও শত্রুঘ্ন ৷
সর্বগুণসম্পন্ন শ্রীরাম হয়ে ওঠেন পিতার সর্বাধিক প্রিয়সন্তান ৷ কৌশল্যা দুয়োরানীর এতো সৌভাগ্য? কৈকেয়ী দশরথের প্রিয়তমা পত্নী !

প্রাচীন ভারত - মানচিত্র
প্রাচীন ভারত
প্রাচীন ভারতপ্রাচীন ভারত
প্রাচীন ভারত - মানচিত্র

নক্ষত্র খচিত নীলাকাশের নীচে দাঁড়িয়ে মহারাজ দশরথ শান্ত নির্বিকার ৷ গভীর অমাবস্যার রাত -- নিঝুম মহারাত্রিতে আধো আলো আঁধারিতে সম্মুখে দেখতে পেলেন প্রিয়তমা বধু কৈকেয়ীকে ৷ চমকে উঠলেন ইক্ষ্বাকু বংশের কূলপ্রদীপ দশরথ ৷ রাজনীতির জটিলতম ঘূর্ণাবর্ত্তে অযোধ্যার রাজাসনে অনার্য্যত্বের প্রতিষ্ঠা হতে চলেছে? এযে অসম্ভব! কিন্তু একপ্রান্তে প্রাণাধিকা পত্নী কৈকেয়ী আরেকপ্রান্তে রাজমর্য্যাদা, আর্য্য অনার্য্যের সম অধিকার!
কৈকেয়ী দুয়ারপ্রান্তে দাঁড়িয়ে আছেন অভিমানিনী রোরুদ্যমানা ৷ কতোক্ষন এভাবে কেটেছে কে বলতে পারে৷ পলে পলে প্রহর গড়িয়ে যায় ৷
দশরথের হদৃয় আর্দ্র হয়ে ওঠে ৷ বিরহী বঁধুয়ার হাতখানি সযত্নে তুলে নেন ৷ কৈকেয়ীর অভিমানী স্ফীত অধর কথা কয়ে ওঠে অভিমানের কথা অনুরাগের কথা ৷ দশরথের উদ্বেলিত আনন্দ ধরা দেয় স্মিত হাসিতে ৷
অশ্রুমুখী নারীর করুণ আকুতিতে পুরুষ হদৃয় কবে না বিগলিত হয়েছে? কৈকেয়ী চিরকালের সূয়োরাণী , বাকি তিন রাজরাণীর মধ্যে তিনি সর্ব শ্রেষ্ঠা ৷ আত্মপ্রত্যয়ী জ্যোতির্ময়ী দশরথের মনমন্দিরের অধিষ্ঠাত্রী দেবী ৷
দশরথের ওষ্ঠপুটে নিজ বিম্বাধর চেপে ধরেন তুলনাহীনা ৷ ঠিক যেমন বহু বর্ষ আগে দশরথের জীবনদান করার সময় করেছিলেন কৈকেয়ী ৷ সম্বর অসুরের সঙ্গে প্রবল সংগ্রামের সময় দশরথ চরম আহত হয়েছিলেন ৷ কৈকেয়ী তিনদিন তিনরাত ক্লান্তিহীন অনলস সেবা করেছিলেন -- রাজবৈদ্যের প্রতিটি ওষুধের নির্ভুল প্রয়োগ করেছিলেন এবং নিরন্তর প্রার্থনা করে চলেছিলেন ৷
স্বল্পায়ূ কে আয়ুষ্মান করতে পারেন মহারাজ্ঞী কৈকেয়ী ৷ দশরথের কৃতজ্ঞতা কথা কয়ে ওঠে ৷ প্রাণদায়ী কৈকেয়ীকে মহারাজের অদেয় যে কিছুই নাই ৷

দশরথের কন্ঠলগ্না কৈকেয়ী উষ্ণ কন্ঠে বলেছিলেন আমি প্রেমধন্যা তোমার প্রেম'ই আমার পরমপ্রাপ্তি ৷



( আগামী সংখ্যায় শেষ )

৯ এপ্রিল ২০০৮