জমিয়ে আড্ডা ইন্টারনেট
 

অন্ধকারে চাঁদের আলো

রুদ্রদেব মুখোপাধ্যায়

অন্ধকারে চাঁদের আলো
আজ থেকে আকাশ পরিস্কার,
নীলে নীল

রাত হয়েছে দশটা ,
ঘরের আলোটা নেভাতেই ,
জানলা দিয়ে ঝাঁপিয়ে পড়ল
চাঁদের আলো

জানলার কাছে এসে দেখি
বড় বড় পাতাওলা গাছটার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে
আধখানা চাঁদ

আকাশ আলোয় আলো ,
দু একটা তারাও দেখি মিট্‌ মিট্‌ করছে ।

মাঠের ধারের বড় বড় গাছগুলো
চাঁদের আলোয় উদ্ভাসিত ।
তাদের তলায় কিন্তু আদিম কালের অন্ধকার ।
ঠান্ডা হাওয়াতে শির শির করে উঠল গা ...

পর্দাটা টেনে দিতেই
অন্ধকার
আততায়ীর মত আমার উপর
ঝাঁপিয়ে পড়ল ।


২৩ এপ্রিল ২০০৮