জমিয়ে আড্ডা ইন্টারনেট
 

প্রেম না পারে ফিরিতে

দেবী প্রসাদ মুখোপাধ্যায়

ওই বলাকায় যায় ভেসে,
মেঘদূত চলে দূর দেশে,
আনন্দের মেঘ-নীর ধরে ।
ঝরিবে সে আকুল প্রেমে,
আনন্দনন্দন সে নিখিল-বুকে,
পরশ জাগে আনন্দ ধ্বনিতে ।

বাদল হয়ে মেঘ ঝরে,
অভিশপ্ত তপ্ত ধরার বুকে ।
মর্ত্ত হল প্রেমে আকুলিত যে,
বুকে প্রেমবারি ধরে সে ।

প্রেম কভু পারে কি ফিরিতে ?
বারি কি পারে মেঘ হতে ?
প্রেম নদী পারে কি ফিরিতে
সাগরের ওই বুক হতে ?

প্রেমিক পারে কি প্রেমিকাকে ফিরাতে
না বেঁধে বাহুডোরে ?
প্রেম কভু নাহি ফেরে ।


২৩ এপ্রিল ২০০৮