জমিয়ে আড্ডা ইন্টারনেট
 

বন্ধু ওরা

মন সঞ্চারী

মাটিতে বিছানো ঘাসগালিচার চাদর
ভিজিয়ে খুশিতে মাতোয়ারা বনঝোরা,
আলো-ঠিকরানো স্রোত আর নুড়িপাথর...
স্থির-অস্থির ঝর্ণাবন্ধু ওরা ।

শূন্যে ছড়ানো হিমকণা রাশিরাশি,
মেঘ হয়ে ভাসে বাতাসের কোলে...
ঝরার সময় বাতাসকে ডাকে -- "আসি,
এখন বিদায় আকাশবন্ধু" ব'লে ।

জলতলে থাকা অসংখ্য বালুকণা,
ঢেউকে বলে, "আমাদের নিয়ে চলো" ।
কতকাল ধরে চলছে যে আনাগোনা...
এভাবেই ওরা সাগরবন্ধু হলো ।



৩০ এপ্রিল ২০০৮