জমিয়ে আড্ডা ইন্টারনেট
 

আচ্ছন্ন সাজাই অক্ষর

নীল

এক

অতি দ্রুত শ্বাসাঘাতে অনুপম বেজেছো যখন দ্রুততর,
স্ফূরিত ঠোঁটের প্রান্ত ঘোরলগ্নে কৃন্তক-শাসিত দেখে
হিতাহিত জ্ঞানশূন্য আমিও তো রাত্রিযাপনে!
চান্দ্র গুহার দিকে উড়ে গেলে জ্যোত্স্না-ভেজা নিক্ষিপ্ত কাঁচুলি,
বাতাসে করেছি ভর..দু'হাতে সম্মতি মেখে বাজিয়েছি খঞ্জনি-বাসনা ৷
সে কুণ্ডে আগুন ছিল !
যে কুণ্ডে আগুন ছিল,আমি তাকে ভ্রান্তজ্ঞানে বিষভাণ্ড ধুতুরা জেনেছি;
তুমি তার পাপড়ি খুলে হোমানল-যজ্ঞ দেখাতেই,
আমার দিগন্ত ছুঁয়ে ছুটে এলো দিগ্বিজয়ী উচ্ছ্বসিত হেষ্রা!

হে ঘোটকী,
কেবল তোমার জন্য ঘোড়া-জন্ম হয়েছে সার্থক,
কেবলই তোমার জন্য চরিতার্থ ঘোড়া-স্বপ্ন,তবু
ঘুমের পিঠের থেকে নির্মম অগাধ পতনে
রেখেছি সুকৌশলে ক্ষুরচিহ্নে উপদ্রুত বিছানার পাশে
অশ্বমেধ,সাদা ডিম... জীবধর্মে অভিব্যক্তিহীন!



১৬ এপ্রিল ২০০৮