জমিয়ে আড্ডা ইন্টারনেট
 

আচ্ছন্ন সাজাই অক্ষর

নীল

এক
দুই

তিন

ছাদে ছাদে উড়ছে বিকেল ...
গোপন ঢাকনা খুলে কে এত আবীর দিয়ে আকাশ রাঙায় !
বিকেল গড়িয়ে পড়ে হেসেকেঁদে বিকেলের গায় ।

যদিও এখন আর এইসব দেখবার কথা নয় আমার তবুও,
যদিও হোঁচট খাবো ... এমন নখরও নেই অবশিষ্ট তবু,
লুকোনো থাবায় ধীরে ভর করে দাঁড়াই বেহায়া;

শিকার অভিজ্ঞ হলে ঘাড় উঁচু করে খুঁজি লাগসই সান্ধ্য উপমা ।

ব্যর্থ হই,বেদনায় বেসামাল হতে হতে ভাবি,
আমার ছাদের কোনো স্বকীয় বিকেল নেই আজও,

যেমন আমার প্রিয় বিকেলেরও নেই কোনো ব্যক্তিগত ছাদ...

৩০ এপ্রিল ২০০৮