জমিয়ে আড্ডা ইন্টারনেট
 

আচ্ছন্ন সাজাই অক্ষর

নীল

এক
দুই
তিন

চার

ধূমল কুণ্ডলী তার শরীরের পাকদণ্ডী খুলে,
এইমাত্র উগরে দিল অগ্নিময় স্ফূলিঙ্গ-কুসুম !
দু-হাতে ধরেছি তাকে অঞ্জলীর প্রগাঢ় মুদ্রায় ;
সে যত পোড়ায় সঙ্গ,আমি তত সর্বাঙ্গে বারুদ !

যেভাবে পর্ণমোচী ছুঁড়ে ফেলে বিবিধ সন্তাপ,
বেজে উঠতে পুণরোপি ঝুমঝুম পাতার নূপুরে ;
সেভাবেই,
সেইভাবে ঝরেছি আমিও ৷
নুড়ি-দু:খে জ্বলে গিয়ে কুঁড়ি-পুষ্পে কেটেছি আঁচড ...
সেসব চিহ্ন আজ এই যজ্ঞে ছিন্ন উপবীত ;
ব্রাত্য,তাই সংগোপনে বলি ...
সে যদি হোমাগ্নি হয়,আমি তবে সুগুপ্ত সমিধ !


৭ মে ২০০৮