জমিয়ে আড্ডা ইন্টারনেট
 

আচ্ছন্ন সাজাই অক্ষর

নীল

এক
দুই
তিন
চার

পাঁচ

যদিও সাজাতে চাই,
আসলে আচ্ছন্ন থেকে এলোমেলো জীবন ছড়াই ৷
গম্ভীর দুপুর যায় গড়িয়ে কোথায় ...
তার কোনো হদিস রাখিনি ৷
কোথাও ক্লান্ত হয়ে নিভে এল আমার সময় ;
ব্ল্যাক ডায়ালের ঘড়ি ...
সরে গেছে যে যার মতন দূরে, দুটি ভিন্ন অবসন্ন কাঁটা ৷
তাদের স্থবির দেখে মনেও পড়ে না,
কোনোদিন বেজেছিল ঠিক ঠিক ম্যাজিক বারোটা !

আমার সকল পুণ্য, পাপ-প্রবণতা
হরিণের মত ধেয়ে হারিয়েছে সম্মোহক বনে ;
কেবলই কবিতা দিয়ে কতবার ডাকা যায় তাকে ?
সে-বন চোখের সামনে দাবানলে ভস্মীভূত হ'লে
কী আর করার আছে, বাকিটা জীবন ...

সাদা পাতা
অন্ধকার
লক্ষ্যহীন
অনন্ত সাঁতার ...



২১ মে ২০০৮